আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করছি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই নফল রোজা রাখতে চাই আর অনেক সময় নফল রোজা রেখেও থাকি। কখন নফল রোজা রাখা উচিৎ তা আমরা অনেকেই জানি না । আমরা যিহেতু রোজা রাখি তাহলে হজরত মুহাম্মদ সাঃ যে দিন রোজা রাখতেন সেই দিন যদি রোজা রাখতে পারি তাহলে আরো ভাল হয়। আমরা সহিহ হাদিস থেকে জানতে পারি যে হজরত মুহাম্মদ সাঃ সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখতেন । তাই আমরা এই দুই দিন রোজা রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যিহেতু সামনে রোজার মাস তাই আমরা যদি এই দুই দিন রোজা রাখতে পারি তাহলে অনেক ভালো হবে। সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতে হবে তার কিছু হাদিস আমরা দেখে নেই।
১.আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেয়া হয়, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে না। তবে সে ব্যক্তিকে নয়, যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর বলা হবে, এ দু’জনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও, এ দু’জনকে আপোষ মীমাংসা করার জন্য সুযোগ দাও, এ দু’জনকে আপোষ মীমাংসা করার জন্য সুযোগ দাও। (ই.ফা. ৬৩১২, ই.সে. ৬৩৬১)
সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৩৮
হাদিসের মান: সহিহ হাদিস
২.মারফূ‘ সানাদে আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার ‘আমাল পেশ করা হয়। তখন আল্লাহ তা’আলা সেদিন প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করেন, যারা তাঁর সাথে কোন কিছুকে অংশীদার স্থির করে না। তবে এমন ব্যক্তিকে নয়, যার ভাই ও তার মধ্যে শত্রুতা আছে। তখন বলা হবে, এ দু’জনকে অবকাশ দাও যতক্ষণ না তারা সংশোধনের দিকে ফিরে আসে। (ই.ফা. ৬৩১৩, ই.সে. ৬৩৬৩)
সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৪০
হাদিসের মান: সহিহ হাদিস
৩.জুবায়র ইব্ন নুফায়র (রহঃ) থেকে বর্ণিতঃ
আয়েশা (রাঃ) বলেছেনঃ রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বদা সোমবার এবং বৃহস্পতিবার সাওম (রোযা) পালন করতেন। (সাওম (রোযা) পালন করাকে অধিক গুরুত্ব দিতেন)।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ২৩৬০
হাদিসের মান: সহিহ হাদিস
৪.আবূ ক্বাতাদাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
এই সানাদে পূর্বোক্ত হাদীস বর্ণিত। তাতে অতিরিক্ত রয়েছেঃ তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! সোমবার ও বৃহস্পতিবার সওম পালনের ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেনঃ ঐ দিন আমি জন্মগ্রহন করেছি এবং ঐ দিনই আমার উপর কুরআন অবতীর্ণ হয়েছে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২৪২৬
হাদিসের মান: সহিহ হাদিস
৫.উসামাহ ইবনু যায়িদ (রাঃ) এর আযাদকৃত গোলাম থেকে বর্ণিতঃ
তিনি উাসমাহ (রাঃ) এর সাথে তার কোন মালের সন্ধানে ওয়াদিয়ুল কুরায় যান। উসামাহ (রাঃ) প্রতি সোমবার ও বৃহস্পতিবার সওম পালন করতেন। তার মুক্তদাস তাকে জিজ্ঞেস করলেন, আপনি সোমবার ও বৃহস্পতিবার কেন সওম রাখেন অথচ আপনি একজন বৃদ্ধ মানুষ। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সোমবার ও বৃহস্পতিবার সওম রাখতেন। তাঁকে এর কারন জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর নিকট বান্দার আমলসমূহ পেশ করা হয়।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২৪৩৬
হাদিসের মান: সহিহ হাদিস
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা কোতোটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা যদি নফল রোজা রাখতে চাই তাহলে আমরা সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ।