মুসলিম হিসেবে ২৪ ঘন্টা

একজন মুসলিম সব সময় চাইবে প্রত্যেক টি সেকেন্ড আল্লাহর দেখানো রাস্তার উপর হোক। তাই একজন ভালো মুসলিম হিসেবে ২৪ ঘন্টা কিভাবে ইবাদতের ভিতরে দিয়ে পার করবে তার একটি দৈনিক আমলের তালিকা থাকা প্রয়োজন। তাই আমার ও আপনাদের সহায়্যের জন্য একটি দৈনিক তালিকা প্রস্তুত করলাম।

রাত

  1. ইশার নামাজ আদায় করা।
  2. ইশার নামাজের পর দেরি না করে তারাতাড়ি ঘুমাতে যাওয়া।
  3. বিছানাটা ভালো ভাবে ঝেড়ে নেওয়া। (সহিহ বুখারী- ৬৩২০)
  4. অজু করে ঘুমানো। (বুখারী- ২৮৭)
  5. তাসবীহ, তাহমীদ ও তাকবীর পাঠ করা : ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার। (সহিহ বুখারী-৬৩১৮)
  6. আয়াতুল কুরসী পাঠ করা ১ বার
    সহিহ বুখারী- ২৩১১, ৩২৭৫, ৫০১০ | মিশকাতুল মাসাবিহ- ২১২৩
  7. সুরা কাহফরন পড়া (১ বার)। (তিরমিজী- ৩৪০৩)
  8. ১০
    সুরা ইখলাস পাঠ করা (৩ বার)। (সহিহ বুখারী-৫০১৫)
  9. ১১
    যিক্‌র এক বার(আল্লা-হুম্মা ইন্নাকা খালাক্কতা নাফসী ওয়া আন্তা তাওয়াফ্‌ফা-হা-। লাকা মামা-তুহা- ওয়া মাহ্‌ইয়া-হা-। ইন্ আহ্ইয়াইতাহা- ফাহ্‌ফায্‌হা- ওয়াইন আমাত্তাহা- ফাগফির লাহা-। আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকাল ‘আ-ফিয়াহ)মুসলিমঃ ২৭১২)

ঘুম ভাঙার পর

  1. ঘুম থেকে উঠার পর যিকর:
    الْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
    আলহামদু লিল্লা-হিল্লাযী আহইয়ানা- বা'দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন নুশূর (বুখারী ফাতহুল বারী ১১/১০৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১)
  2. ঘুম থেকে উঠার পর যিকর:
    الْحَمْدُ لِلّٰهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوْحِي، وَأَذِنَ لِي بِذِكْرِهِ
    আলহামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী ফী যারাদী, ওয়ারাদ্দা ‘আলাইয়া রূহী, ওয়া আজিনা লী বিঝিকরিহি (তিরমিজী ৫/৪৭৩, নং ৩৪০১; দেখুন, সহীহুত তিরমিজী, ৩/৪৮৮)

সকাল

  1. ফজরের নামাজ আদায় করা।
  2. ফজর নামাজের পর দোয়া
    ~আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা ই'লমান না-ফি'আন, ওয়া রিযকান ত্বাইয়িবান ওয়া ‘আমালান মুতা-কব্বালা (সহিহ ইবেনে মাজাহ: ৯২৫)
    ~৭ বার বলবে – (আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র) (হাসান (ইবেনে হাজার)। আল-ফুতুহাতুর রাববানিয়্যাহ ৩/৬৯)
  3. কোরআন তেলাওয়াত করা।
  4. দৈনিক ৭০ বার ইস্তেগফার করা- (আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি) (বুখারী: ৬৩০৭, মুসলিম: ২৭০২)
  5. ১০ বার (সুবহা-নাল্লা-হি ওয়ালহামদু লিলা-হি ওয়াল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার) বলা।
  6. ১০০ বার (সুবহানাল্লাহ) বলা।
  7. ইসলামিক লেখা।

দুপুর

  1. যোহরের নামাজ আদায় করা।

বিকেল

  1. আসরের নামাজ আদায় করা।
  2. ইসলামিক বই পড়া।

সন্ধ্যা

  1. মাগরিবের নামাজ আদায় করা।
    মাগরিবের পর দোয়া—
    ~মাগরিবের পরের দোয়া-১ (লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াহদাহু লা- শারীকা লাহ, লাহুল মূলকু, ওয়া লাহুল ‘হামদু, ইউ’হী ওয়া ইউমীটু ওয়া হুয়া ‘আলা- কুল্লি শাই’ইন ক্বাদীর) (তিরমিজীঃ ৩৫৩৪)
    ~মাগরিবের পরের দোয়া-২ (৭ বার বলবে – আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র) হাসান (ইবনে হাজার)। (আল-ফুতুহাতুর রাববানিয়্যাহ ৩/৬৯)
  2. সন্ধ্যার যিকির।

দৈনিক আমল • মসনূন যিকর

সকাল সন্ধ্যার যিকর

সকালের ও সন্ধ্যার প্রিয় যিকরগুলো এক জায়গায়। শুরু করুন আজই।