✨ আমাদের সাপোর্ট পেজ
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা,
আমাদের প্রিয় DeenVerse অ্যাপ এবং ওয়েবসাইটের উদ্দেশ্য খুবই সরল — আপনাদের কাছে সহজভাবে ইসলামিক বই, আর্টিকেল, দোয়া, কোর্স এবং উপকারী কনটেন্ট পৌঁছে দেওয়া। আমরা চাই, ইসলাম শিখতে এবং চর্চা করতে যেন সবার জন্য সহজ এবং সুন্দর হয়।
কিন্তু সত্যিটা হলো — এই কাজগুলো করতে গেলে অনেক খরচ হয়। সার্ভার, ডিজাইন, ডেভেলপমেন্ট, কনটেন্ট তৈরি—সবকিছুর পেছনেই অর্থ লাগে। আমাদের ইচ্ছা আরও বড়ো কিছু করার, ইনশাআল্লাহ।
আপনার দান আমাদের জন্য শুধু অর্থ নয়—এটা আমাদেরকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে, নতুন কিছু তৈরি করতে, এবং ইসলামিক জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছে দিতে।
❤️ আর যদি দান করতে না পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনার দোয়াই আমাদের জন্য সবচেয়ে বড়ো সমর্থন।
👉 আল্লাহ আপনার দান এবং দোয়া কবুল করুন। আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করুন।
🤲GPay- 6901369852
🤲 PhonePe- 6901369852👉 আল্লাহ আপনার দান এবং দোয়া কবুল করুন। আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করুন।
