দোয়া নংঃ ১ - কোন কিছু আরম্ভ করার পূর্বে
দোয়া নংঃ ১ - কোন কিছু আরম্ভ করার পূর্বে

কোন কিছু আরম্ভ করার পূর্বে

ভালো কোন কিছু খাওয়া বা পান করার সময়, কোন কিছু লেখা বা পড়ার সময়, কোন কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা -

بِسْمِ اللَّهِ

বিসমিল্লা-হ
আল্লাহ্‌র নামে।

উমর ইবনু আবী সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর তত্ত্বাবধানে থাকা এক ছেলে। খাওয়ার সময় আমি পাত্রের বিভিন্ন জায়গায় হাত দিতাম। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে বলেন, “এই ছেলে! বিসমিল্লাহ্‌ বলো, তোমার ডানদিক থেকে খাও এবং তোমার পাশের অংশ থেকে খাও!" এর পর থেকে খাওয়ার সময় আমি এ নির্দেশনাগুলো অনুসরণ করে চলেছি।

রেফারেন্স:

বুখারীঃ ৫৩৭৬

দোয়া নংঃ ২ - ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে
দোয়া নংঃ ২ - ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে

ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে

إِنْ شَاءَ اللَّهُ

ইনশা- আল্লাহু
যদি আল্লাহ চান।

আর কোন কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে, ‘নিশ্চয় আমি তা আগামী কাল করব’, তবে ‘আল্লাহ যদি চান’। আর যখন ভুলে যাও, তখন তুমি তোমার রবের যিকির কর এবং বল, আশা করি, আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়াত দেবেন।

রেফারেন্স:

সূরা আল-কাহাফঃ ২৩-২৪

দোয়া নংঃ ৩ - আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখলে
দোয়া নংঃ ৩ - আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোন কৃতিত্ব দেখলে

আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখলে

اَللَّهُ أَكْبَرُ

আল্লাহু আকবার
আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

রেফারেন্স:

বুখারীঃ ৬২১৮

দোয়া নংঃ ৪ - কোন বিস্ময়কর ভালো বিষয় দেখলে
দোয়া নংঃ ৪ - কোন বিস্ময়কর ভালো বিষয় দেখলে

কোন বিস্ময়কর ভালো বিষয় দেখলে

سُبْحَانَ اللَّهِ

সুব‘হা-নাল্লা-হ’
আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করছি।

রেফারেন্স:

বুখারীঃ ৬২১৮

দোয়া নংঃ ৫ - ভালো কিছু খাওয়া / শুভ সংবাদ শোনা
দোয়া নংঃ ৫ - ভালো কিছু খাওয়া / শুভ সংবাদ শোনা

ভালো কিছু খাওয়া / শুভ সংবাদ শোনা

اَلْحَمْدُ لِلَّهِ

আল-‘হামদু লিল্লা-হ
সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ কোন বান্দাকে যখন যে নিয়ামতই দান করেন, তাতে সে যদি বলে, “আলহামদু লিল্লাহ”, তবে তা (প্রশংসা) তাকে প্রদত্ত জিনিসের চেয়ে উত্তম।

রেফারেন্স:

ইবনে মাজাহঃ ৩৮০৫

দোয়া নংঃ ৬ - বিপদের কথা / খারাপ সংবাদ শুনলে
দোয়া নংঃ ৬ - বিপদের কথা / খারাপ সংবাদ শুনলে, হারিয়ে / চুরি গেলে

বিপদের কথা / খারাপ সংবাদ শুনলে

কোন বিপদের কথা শুনলে কিংবা কোন খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কোন কিছু হারিয়ে গেলে, কোন কিছু চুরি হয়ে গেলে, কোন কষ্ট পেলে—

إِنَّا لِلَّهِ

ইন্না লিল্লা-হ
নিশ্চয় আমরা আল্লাহ্‌র জন্য।

রেফারেন্স:

মুসলিমঃ ২১২৬

দোয়া নংঃ ৭ - প্রশংসার বহিঃপ্রকাশ / ভালো যে কোন কিছু দেখলে
দোয়া নংঃ ৭ - প্রশংসার বহিঃপ্রকাশ / ভালো যে কোন কিছু দেখলে

প্রশংসার বহিঃপ্রকাশ / ভালো কিছু দেখলে

مَا شَاءَ ٱللَّهُ

মা-শা আল্লাহ
আল্লাহ তায়ালা যেমন চেয়েছেন।

রেফারেন্স:

মুসলিমঃ ৩৫০৮

দোয়া নংঃ ৮ - উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে
দোয়া নংঃ ৮ - উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে

উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে

جَزَاكَ اللَّهُ خَيْرًا

জাযা-কাল্লা-হু খাইরান
আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন। [১]

আমরা দেখেছি যে, মুমিন কাউকে উপকার করলে কখনোই তার থেকে কৃতজ্ঞতা বা প্রতিদানের আশা করে না। পক্ষান্তরে উপকৃত মুমিনের দায়িত্ব, উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার উপকারের কথা অকপটে স্বীকার করা এবং তার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, কেউ কারো উপকার করলে সে যদি উপকারীকে এ কথা বলে কৃতজ্ঞতা জানায় তাহলে তা সর্বোত্তম প্রশংসা করা হবে। [২]

রেফারেন্স:

[১] বুখারীঃ ৩৩৬
[২] সহীহ। তিরমিযীঃ ২০৩৫

দোয়া নংঃ ৯ - হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে
দোয়া নংঃ ৯ - হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে

হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে

নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন বলে -

اَلْحَمْدُ لِلَّهِ

আল-‘হামদু লিল্লা-হ
সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য। [১]

কারো হাঁচি আসলে “আলহামদু লিল্লাহী ‘আলা কুল্লী হা-ল” বলা। কমপক্ষে "আল-হামদুলিল্লাহ" বলা। [২]

রেফারেন্স:

[১] বুখারীঃ ৬২২৪
[২] সহীহ। তিরমিযীঃ ২৭৪১

দোয়া নংঃ ১০ - কোন হাঁচি দাতার ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে
দোয়া নংঃ ১০ - কোন হাঁচি দাতার ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে
১০

কোন হাঁচি দাতার ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে

يَرْحَمُكَ اللَّهُ

ইয়ার‘হামুকাল্লা-হ
আল্লাহ্‌ আপনার প্রতি রহমত করুন

রেফারেন্স:

বুখারীঃ ৬২২৪

দোয়া নংঃ ১১ - পাপের অনুশোচনায় বা গুনাহর কথা বললে
দোয়া নংঃ ১১ - পাপের অনুশোচনায় বা গুনাহর কথা বললে
১১

পাপের অনুশোচনায় বা গুনাহর কথা বললে

أَسْتَغْفِرُ اللَّهَ

আস্তাগফিরুল্লা-হ
আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি।

অতএব জেনে রাখ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী-পুরুষদের ত্রুটি-বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে অবগত রয়েছেন।

রেফারেন্স:

সূরা মুহাম্মদঃ ১৯

s
দোয়া নংঃ ১২ - জিজ্ঞাসার জবাবে
দোয়া নংঃ ১২ - জিজ্ঞাসার জবাবে (কেমন আছো এর জবাবে)
১২

জিজ্ঞাসার জবাবে (কেমন আছো এর জবাবে)

اَلْحَمْدُ لِلَّهِ

আল-‘হামদু লিল্লা-হ
সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।

রেফারেন্স:

ইবনে মাজাহঃ ৩৮০৫

দোয়া নংঃ ১৩ - অপ্রীতিকর কিছু ঘটলে
দোয়া নংঃ ১৩ - অপ্রীতিকর কিছু ঘটলে, বাজে কথা শুনলে
১৩

অপ্রীতিকর কিছু ঘটলে, বাজে কথা শুনলে

نَعُوذُ بِاللَّهِ

না’উযু বিল্লা-হ
আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করছি।

রেফারেন্স:

বুখারীঃ ৬৩৬২

দোয়া নংঃ ১৪ - মৃত্যুর/অপ্রীতিকর কোন সংবাদ শুনলে
দোয়া নংঃ ১৪ - মৃত্যুর/অপ্রীতিকর কোন সংবাদ শুনলে
১৪

মৃত্যুর/অপ্রীতিকর কোন সংবাদ শুনলে

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ

ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি‘উন
আমরা আল্লাহ্‌র জন্য, আর আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে।

রেফারেন্স:

সুরা বাক্বারা ২:১৫৬

দোয়া নংঃ ১৫ - প্রার্থনার শেষে
দোয়া নংঃ ১৫ - প্রার্থনার শেষে
১৫

প্রার্থনার শেষে

آمِينْ

আ-মিন

(হে আল্লাহ আমাদের প্রার্থনা) কবুল করুন।

রেফারেন্স:

সহীহ লি গাইরিহি। তারগীব ওয়াত তারহিব, ২/৬৬

দোয়া নংঃ ১৬ - উপরে উঠার সময়
দোয়া নংঃ ১৬- উপরে উঠার সময়
১৬

উপরে উঠার সময়

জাবির ইবনু আব্দিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উপরের দিকে উঠার সময়ে বলতাম -

اَللَّهُ أَكْبَرُ

আল্লাহু আকবার
আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

রেফারেন্স:

বুখারীঃ ২৯৯৩

দোয়া নংঃ ১৭ - নিচে নামার সময়
দোয়া নংঃ ১৭ - নিচে নামার সময়
১৭

নিচে নামার সময়

আর নিচের দিকে নামলে বলতাম -

سُبْحَانَ اللَّهِ

সুব‘হা-নাল্লা-হ’
আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করছি।

সিড়ি / লিফটে উপরে ও নীচে উঠা নামার সময় পড়া যেতে পারে।

রেফারেন্স:

বুখারীঃ ২৯৯৩

দোয়া নংঃ ১৮ - অনুমানে কোন বিষয়ে কিছু বললে
দোয়া নংঃ ১৮ - অনুমানে কোন বিষয়ে কিছু বললে, কথা শেষে
১৮

অনুমানে কোন বিষয়ে কিছু বললে

وَاللَّهُ أَعْلَمُ‏

ওয়াল্লাহু আ‘লাম
আল্লাহই বেশি জানেন।

রেফারেন্স:

বুখারীঃ ৫৫৭০

দোয়া নংঃ ১৯ - পশু জবেহ বা নাহর করার সময়
দোয়া নংঃ ১৯ - পশু জবেহ বা নাহর করার সময়
১৯

পশু জবেহ বা নাহর করার সময়

بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ

বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার
আল্লাহ্‌র নামে, আর আল্লাহ্‌ সবচেয়ে বড়।

আনাস (রাঃ) বলেন, রাসূল (ﷺ) সাদা-কালো মিশ্রিত শিং ওয়ালা ছাগলের দু’টি চোয়ালের উপর পা রেখে ‘বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার’ বলে কুরবানী করলেন।

রেফারেন্স: বুখারীঃ ৫৫৬৫

দোয়া নংঃ ২০ - কোন বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায়
দোয়া নংঃ ২০ - কোন বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায়
২০

কোন বিজয় লাভ করলে কিংবা বিজয় লাভের আশায়

اَللَّهُ أَكْبَرُ

আল্লাহু আকবার
আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

রেফারেন্স: বুখারীঃ ৬১০

দোয়া নংঃ ২১ - কারো সাথে দেখা হলে
দোয়া নংঃ ২১ - কারো সাথে দেখা হলে
২১

কারো সাথে দেখা হলে

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।

এক লোক নবী (ﷺ) এর নিকট এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম। তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ দশ নেকি! এরপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হ। নবী (ﷺ) অনুরূপ জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেন, বিশ নেকি! অতঃপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ। নবী (ﷺ) তারও জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ ত্রিশ নেকি।

রেফারেন্স: সহিহ। আবূ দাঊদঃ ৫১৯৫

দোয়া নংঃ ২২ - শয়তানের ওয়াসওয়াসা বা প্রতারণা থেকে বাঁচার জন্য
দোয়া নংঃ ২২ - শয়তানের ওয়াসওয়াসা বা প্রতারণা থেকে বাঁচার জন্য
২২

শয়তানের ওয়াসওয়াসা বা প্রতারণা থেকে বাঁচার জন্য

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম
আমি আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে।

রেফারেন্স: মুসলিমঃ ২২০৩