ওযু করার নিয়ম
নামাযী প্রথমে মনে মনে ওযুর নিয়ত করবে। কারণ নিয়ত ছাড়া কোন কর্মই গ্রহণযোগ্য হয় না।
‘বিসমিল্লাহ’ বলে ওযু শুরু করবে।
তিনবার কব্জি পর্যন্ত দুই হাত ধোয়া হবে। আঙুলের ফাঁক পরিষ্কার করবে।
ডান হাতে পানি নিয়ে ৩ বার কুলি করবে।
পানি নিয়ে নাকে দিয়ে বাম হাত দিয়ে ঝাড়বে।
এক কান থেকে অপর কান, কপাল থেকে চিবুক পর্যন্ত মুখ ধোয়া হবে ৩ বার।
প্রথমে ডান হাত, তারপর বাম হাত কনুই পর্যন্ত ৩ বার ধোয়া।
ভেজা হাত দিয়ে কপাল থেকে ঘাড় পর্যন্ত নিয়ে গিয়ে আবার সামনে ফিরিয়ে আনবে।
একই পানিতে দুই কান মাসাহ করবে (ভিতরে ও বাইরে)।
ডান পা টাখনু পর্যন্ত ৩ বার ধোয়া হবে। আঙুলের ফাঁক পরিষ্কার করতে হবে।
বাম পা টাখনু পর্যন্ত ৩ বার ধোয়া হবে।
ওযু শেষে দোয়া পড়বে:
اَشْهَدُ اَنْ لَا اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهٗ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَ رَسُوْلُهٗ
اَشْهَدُ اَنْ لَا اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهٗ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَ رَسُوْلُهٗ