Dua Section
পরিচ্ছেদ : ওযু শুরুতে
397
ওযুর পূর্বের যিকর
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
‘যে ব্যক্তি বিসমিল্লাহ বলবে না তার ওযু হবে না।’
بِسْمِ اللهِ
বিসমিল্লাহ
অর্থ: আল্লাহর নামে
রেফারেন্স: ইরওয়াউল গালীল ১/১২২, ইবন মাজাহ নং ৩৯৭
Dua Section
পরিচ্ছেদ : ওযু শেষে
237
ওযূর পরের যিক্‌র ১
ওযূ করে এবং যথাযথভাবে তা সম্পন্ন করে বলতে হবে -
আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া‘হদাহু লা-শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মু‘হাম্মাদান ‘আবদুহু ওয়া রাসূলুহু
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُِ
আশহাদু আল্লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া‘হদাহু লা-শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মু‘হাম্মাদান ‘আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল।

উকবা ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে ওযূ করে এরপর উক্ত যিক্‌র পাঠ করে তাহলে জান্নাতের আটটি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে।
রেফারেন্স: মুসলিমঃ ২৩৪, ৫৭৬
Dua Section
পরিচ্ছেদ : ওযু শেষে
55
ওযুর পরের যিকর 2
اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ
وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
আল্লা-হুম্মাজ আলনি মিনাৎ তাওয়্বা-বীনা ওয়াজআলনি মিনাল মুতাত্বাহ্হিরীন
হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং যারা গুণ ও পূর্ণতা সহকারে পবিত্রতা অর্জন করেন, তাদের অন্তর্ভুক্ত করুন।
দোয়াটি পূর্ববর্তী যিকরের পরে পড়ার কথা সহীহ হাদিসে বর্ণিত হয়েছে। যে এ দোয়াটি দু'টি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে; যে দরজা দিয়ে ইচ্ছা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে।
রেফারেন্স: সহীহ। তিরমিযি: ৫৫
ওযুর পরের যিকর
পরিচ্ছেদ : ওযু শেষে
173
ওযুর পরের যিকর ৩
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
সুবহা-নাকা আল্লা-হুম্মা, ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আনতা, আসতাগফিরুকা, ওয়া আতূবু ইলাইকা
আপনার পবিত্রতা ঘোষণা করলাম, হে আল্লাহ, এবং আপনার প্রশংসা বর্ণনা করলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করলাম এবং আপনার কাছেই তওবা করলাম।
আবূ সাঈদ (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “কেউ ওযুর পর এ দোয়াটি বললে তা একটি পত্রে লিখে তা মোহরাঙ্কিত করে (আরশের নিচে) রাখা হবে। কিয়ামতের আগে সে মোহর ভাঙা হবে না।”
রেফারেন্স: নাসাঈ, 'আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ পৃঃ ১৭৩। সহিহ ইরওয়াউল গালীল ১/১৩৫ এবং ২/৯৪