অজুর ধাপ
অজুর ধাপ
অজুর ছবি

প্রথমে বিসমিল্লাম বলে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত তিনবার এবং ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে।

অজুর ছবি

ডান হাতে পানি নিয়ে তা মুখে দিয়ে ভালো করে কুলি করতে হবে। এভাবে তিনবার, যেন কোন প্রকার খাদ্যকণা মুখের ভিতর না থাকে। (রোজা থাকা অবস্থায়ও এটাই করতে হবে, তবে হুঁশিয়ার থাকতে হবে যেন পানি পেটে না যায়।

অজুর ছবি

ডান হাতে পানি নিয়ে নাকে পানি প্রবেশ করাতে হবে।

অজুর ছবি

নাকে পানি দিয়ে বাম হাতের বৃদ্ধাংগুলি, আর কনিষ্ঠাংগুলি দ্বারা নাকের ভিতর পরিষ্কার করতে হবে। এমনভাচ পানি প্রবেশ করাতে হবে যেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়। নাকের ভিতর কিছু থাকলে নাক ঝাড়তে হবে। এভাবে তিনবার। প্রতিবারই নাকে পরিষ্কার পানি দিতে হবে।

অজুর ছবি

মুখমন্ডল অর্থাৎ কপালের উপরে যেখান থেকে স্বাভাবিকভাবে মাথার চুল গজায় সেখান থেকে নিচের থুতনির নীচ পর্যন্ত এবং কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মধ্যবর্তী স্থান, পানি দিয়ে তিনবার ধৌত করতে হবে।

অজুর ছবি

মুখমন্ডল ধৌত করার ক্ষেত্রে মুখে দাঁড়ি থাকলে তা খিলাল করতে হবে। যেন দাঁড়ি পরিষ্কার হয় এবং সম্ভব হলে দাঁড়ির গোড়ায় পানি পৌঁছায় (পাতলা দাঁড়ির ক্ষেত্রে) গোঁফের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এভাবে তিনবার করতে হবে।

অজুর ছবি

বাম হাত দিয়ে পানি দ্বারা দান হাত কনুই পর্যন্ত তিনবার ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। একইভাবে ডান হাত দিয়ে বাম হাতও পরিষ্কার করতে হবে। কারো হাতে আংটি থাকলে দেখতে হবে আংটির নিচেও যেন পানি প্রবেশ করে। নখেও যেন কোন ময়লা না থাকে।

অজুর ছবি

মাথা মাসেহ করার জন্য বৃদ্ধাংগুলি আর শাহাদাত আংগুল আলাদা রেখে দুই হাত দিয়ে কপালে চুল শুরু হবার জায়গা থেকে পিছনে মাথার এক-চতুর্থাংশ মাসেহ করতে হবে। তারপর হাত উল্টিয়ে মাথার তিন-চতুর্থাংশ পিছন থেকে সামনে মাসেহ করতে হবে।

অজুর ছবি

এবার শাহাদাত আংগুলি দ্বারা কানের বাইরের অংশ পরিষ্কার করতে হবে। এরপর হাতের পিছনের অংশ দিয়ে ঘাড় মাসেহ করতে হবে।

অজুর ছবি

এরপর ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাত দিয়ে ডান পা টাখনু বা গোঁড়ালি পর্যন্ত ভালভাবে পরিষ্কার করতে হবে এমনভাবে যেন আংগুলের ভিতরও কোন ময়লা না থাকে। প্রথমে ডান পায়ের কনিষ্ঠ আংগুল থেকে খিলাল করতে হবে, বা পা এর ক্ষেত্রে বৃদ্ধাংগুলি থেকে শুরু করতে হবে। এভাবে তিনবার।